ফরিদগঞ্জ

‘শেখ হাসিনা আবাল-বৃদ্ধ-বনিতা সকলের খবর রাখেন’

১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে বড় বড় ব্রিজ, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে বিগত ৩৮ বছরে ওই উন্নয়ন হয় নাই। আজকে নারী শিক্ষা ক্ষেত্রে উন্নতি হয়েছে। শেখ হাসিনা আবাল বৃদ্ধ বনিতা সকলের খবর রাখেন। শেখ হাসিনাকে নিয়ে কোন বির্তক নাই। আমরা সকল নেতা-কর্মী একত্রি হয়ে আন্তরিকভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবো।’
শুরুতে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। সম্মেলনে নারী পুরুষ নির্বিশেষে শত শত নেতাকর্মী উপিস্থত ছিলেন।

ইউনিয়ন যুবলীগের আহŸায়ক তুহিন রায়হানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহŸায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আ’লীগের সহ সভাপতি মো. বাবুল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত হাসেম, সদস্য নূরুল ইসলাম জমাদার, আ’লীগ নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদ;ক মো. সাইফুল আলম সোহেল খাঁন, উপজেলা কৃষক লীগের সভাপতি আ. ছাত্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক হাজী শফিকুর রহমান, মহিউদ্দিন ভূইয়া ইরান, সদস্য মো. ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব আলম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগের আহŸায়ক মো. জামাল উদ্দিন, যুগ্ম আহŸায়ক মাকসুদুল বাশার বাঁধন, ইউনিয় ছাত্রলীগের সভাপতি শাহপরান রাব্বী প্রমুখ।
এদিকে সম্মেলনের পূর্বে ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি কালির বাজার নিরাপত্তার স্বার্থে স্থাপিত সি.সি ক্যামেরা উদ্বোধন করেন। এসময় সদ্য নির্বাচিত বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ড. শামছুলক ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রতিবেদক-
: আপডেট, বাংলাদেশ সময় ০১:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ

Share