Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে ইংলিশ ডোর’র নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। ফরিদগঞ্জের আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর উদ্যোগে সাইফুর’র এর সাবেক শিক্ষক হাসান রাসেল থাকবেন ইংলিশ প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে।

১৮ জানুয়ারি শনিবার আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা, ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল, মিজানুর রহমান।

প্রতিবেদক:শিমুল হাছান, ১৮ জানুয়ারি২০২৫