ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় ১২ আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

২১ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ মোজহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ সেলিম মিয়া, এসআই বরকত উল্যাহ, এসআই ওবায়েদ উল্যাহ নয়ন সঙ্গীয় ফোর্সসহ উপপজেলার রূপসা উত্তর এলাকার ভাটেরহদ এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার ০৪ (চার) জন সি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী খোকন, জুয়েল, পিতা-খোকন, ফারুক, পরানকে গ্রেফতার করেন।

একই দিনে এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন এলাকার কাউনিয়া অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী বিপুল কমকারকে গ্রেফতার করেন।

একই দিনে এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিশকাটালী এলঅকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী সুমন গাজীকে গ্রেফতার করেন।

একই দিনে এএসআই মোঃ নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা এলঅকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত হাসানকে গ্রেফতার করেন।

একই দিনে এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের শেকদি এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিক গাজীকে গ্রেফতার করেন।

একই সময় এসআই মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলা গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা নিয়মিত মামলার আসামী হেদায়েত উল্যা(৪৫ কে গ্রেফতার করেন।

একই দিনে এএসআই মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ মুসলিমকে গ্রেপ্তার করেন।
একই দিনে এসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার রুদ্রগাঁও অভিযান পরিচালনা করে জি-আর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ স্বপন তালুকদার(৩৮)কে গ্রেপ্তার করেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০২টি জি-আর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী আল আমিন গাজী (২৮) কে বিমানবন্দর থানার মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ২ বছরের ১ টি জি-আর সাজা, ৬ মাসের ১ টি সি-আর সাজা, ৪ টি সি-আর পরোয়ানা, ৫টি জি-আর পরোয়ানা এবং নিয়মিত মামলার ১ জন আসামি সহ মোট ১২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ অক্টোবর ২০২২

Share