চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩১) অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে র্যাব–১১ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও এলাকার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে এর পূর্বে ও হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
ডাকা রবিন ১১ নভেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০ টার দিকে ফরিদগঞ্জে উপজেলার রুস্তমপুর এলাকার সমিতির পোলের গোড়ায়
সিটি কম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাত রবিন ও তার সহযোগী। তারা রুহুল আমিনের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে। চিৎকারে বিব্রত হয়ে ডাকাত রবিন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন। এরপর তারা বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপনে থাকে।
এরপর গুলিবিদ্ধ হয়ে নিহত রুহুল আমিনের বাবা অঙ্গাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর ফরিদগঞ্জ থানা থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক অভিযান পরিচালনা করেন। সে খুব ধুরন্ধর হওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গুলি করে হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত ঘটনাটির রহস্য উন্মোচন ও জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি করে। র্যাব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত সর্দার রবিনকে আজ ১৮ নভেম্বর ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার সহযোগী পলাতক আসামির সন্ধানে র্যাব ও পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৮ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur