ফরিদগঞ্জে মানবিক আইনি সেবা কেন্দ্র আর.এস.‘ল’চেম্বার এন্ড কনসালটেন্সি ফার্ম’ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের পাশে এ আইনি সেবা কেন্দ্রটিতে শুক্রবার (১৪ এপ্রিল) দেশের প্রবীণ নবীন আইনজীবীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপজেলার মানুষদের আইনি সেবা দেওয়ার লক্ষে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আর.এস.‘ল’চেম্বার এন্ড কনসালটেন্সি ফার্ম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও চাঁদপুর জজ কোট’র আইনজীবি অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী , মো. বেনী আমিন সুমন, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট রাসেল পাটওয়ারীসহ বিভিন্ন আইনজীবী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠকগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিতিরা অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালীর মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
আলোচনা শেষে দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur