চাঁদপুর ফরিদগঞ্জে আরো পাঁচ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ জুন সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ১০ টি রিপোর্টের মধ্যে ফরিদগঞ্জ সদরের কাছিয়াড়ার রাজু (৪০),উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ওহিদা বেগম (৪৫), গুপ্টি পূর্ব শহীদ উল্লাহ (৬৫),গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রুহুল আমিন (৫৯) ও পূর্বের শনাক্ত হওয়া কামরুন্নাহারের পূর্নরায় করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আহমেদ চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, সোমবার ১০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ।
তিনি আরো জানান,এই পর্যন্ত উপজেলা থেকে মোট ২৮৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬০টি রিপোর্ট এসেছে। ২৭ টি অপেক্ষমান রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। মৃত্যু ৪ জন।
এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নির্দেশনায় আক্রান্তদের বাড়িগুলো সম্পূর্ন লকডাউন করে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রতিবেদক:শিমুল হাছান,১৫ জুন ২০২০