চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় লোকজন। এরপর ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাহিদুল ইসলাম নাহিদ(১৮)কে আটক করেছে পুলিশ।
৭ জুলাই রোববার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার শিকার কিশোরী ও আটককৃত কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রোববার (৭ জুলাই) বিকেলে কিশোরীর বাড়িতে উভয়কে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে। এরপর তাদের বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিশোরির পরিবার থেকে। এতে আপত্তি তুলে নাহিদের পরিবারের লোকজন। দুই পরিবারের সাথে সমঝতায় ব্যার্থ হলে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নাহিদকে।
এব্যাপারে কিশোরীর পরিবার রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে (ধর্ষন) মামলা দায়ের করে। পুলিশ নাহিদকে সোমবার (৮জুলাই) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, কিশোরিকে ধর্ষনের অভিযোগে নাহিদ নামে এক কিশোরকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে এবং কিশোরিকে ডাক্তারী পরিক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৮ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur