ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুর ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিনিয়র সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।

পরবর্তীতে উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, পৌর সভার মেয়র মো. মাহফুজুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ। এছাড়া বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়।

অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার আদশা আল-হাসানাহ একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় বিদ্যালয় প্রাঙ্গণ হতে প্রভাতফেরি বের হয়।

প্রভাতফেরি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাজুরিয়া বহুমূখী উচ্চবিদ্যালয়ের মাঠে অবস্থিত পশ্চিম গুপ্টি ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী দেয়।

শ্রদ্ধাঞ্জলী শেষে একাডেমি প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক আহছান হাবিব, প্রধান শিক্ষক মাহবুবুল বাশার মিলু, কো-অর্ডিনেটর দিলীপ চন্দ্র দাস, রুহুল আমিন, মাসুদ রানা, আবুল হোসেন, খাদিজা আক্তার, সারমিন আক্তার, ফরিদা, আইরিন সুলতানা, মরিয়ম, নাজমজন্নাহার প্রমুখ।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২১ ফেব্রুয়ারি,২০১৯

Share