Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মতবিনিময় সভা
Ansar-Bdp

ফরিদগঞ্জে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মতবিনিময় সভা

চাঁদপুরের ফরিদগঞ্জে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর উদ্যোগে মতবিনিময় সভা বুধবার দুপুরে স্থানীয় সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সেন্টার লিডারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে, প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সিরাজুল হক ব্যাংকের কার্যক্রম নিয়ে বিষদ আলোচনা করেন। আঞ্চলিক ব্যবস্থাপক তার আলোচনা শেষে উপস্থিত সেন্টার লিডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপকের নির্দেশনায় ও ফরিদগঞ্জ উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সৌভাগ্য রাণী সাহা, আনসার সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত) ফাতেমা বেগম, ব্যাংকের গ্রাহক মোঃ কামরুজ্জামান বাবর, মিজানুর রহমান, আনসার সদস্য সাউফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন আফরোজা আক্তার।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ