ফরিদগঞ্জে আদর্শ এমাডেমী উপজেলার শীর্ষে

সানাউল হক ও আহছান হাবিব :

ফরিদগঞ্জ উপজেলায় ৪৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আদর্শ একাডেমী ফরিদগঞ্জ প্রথম স্থান অর্জন করে।

এ বছর ৫২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে জি.পি.এ. ৫.০০পায় ৫জন, জি.পি.এ. ৪.০০পায় ২৬ জন।
পাশের হার ৯২.৩১% শিক্ষাবোর্ড মেধা নির্ধারণী জি.পি.এ- ৫৭.৫৭ পেয়ে প্রথম স্থান অর্জন করে।

প্রতিষ্ঠানটি ২০১৪ সালের এস.এস.সি.পরীক্ষায়ও ৯জন এ+ সহ প্রথম স্থান অর্জন করে। ২০১৪ সালে জে.এস.সি. পরীক্ষায় ১৪জন এ+ সহ ১০০% উত্তীর্ণ হয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে।

এস.এস.সি. পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হারুন আর-রশিদ চাঁদপুর টাইমসকে জানান এ বছর এস.এস.সি. পরীক্ষায় শিক্ষার্থীরা কঠিন চিন্তিত মনে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যবৃন্দের আন্তরিক চেষ্টায় আদর্শ একাডেমী ফরিদগঞ্জ ফলাফল ধারাবাহিক ভাল হচ্ছে। উপজেলাবাসী ও প্রশাসনের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরো সুন্দর করবে ইনশাআল্লাহ।’

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍ডিএইচ/২০১৫

Share