চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি জামায়াতের হত্যা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফল করার লক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন মনিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৩০ জুলাই রোববার বিকেলে পৌর এলাকার কেরোয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগের কার্যালয়ের সামনে এসে উপজেলা আ’লীগের মিছিলের সাথে যুক্ত হয়।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আ’লীগ নেতা আকবর হোসেন মনিরের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur