পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নির্দেশে ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এবং সংসদ সদস্যের ৪নং সুবিদপুর ইউনিয়ন প্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তফা কামাল ঢালীর নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাস্তবায়ন এবং বাংলাদেশকে বিশ্বে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, আ’লীগ নেতা জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ ধর, যুবলীগ নেতা আল- আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur