করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফরিদগঞ্জ উপজেলার এ আর মডেল পাইলট সরকারী বিদ্যালয়ের প্রাক্তন ভোকেশনাল অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ মে মঙ্গলবার দুপুরে প্রথম পর্যায়ে ৫০ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখার অধ্যয়ন করা কিছু সাবেক দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ভোকেশনালের শিক্ষক মহসিন ভূইয়া, ইমাম হোসেন, সোমেন্দ্র মজুমদার, এমরান হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আল-আমিন, দীন মোহাম্মদ সোহেল, রনি, মাহাবুব আলমসহ প্রমূখ।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে আল-আমিন জানান, আমরা প্রথম পর্যায়ে ৫০ টি পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। আমরা আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ে আরো বেশ কিছু অসহায় শিক্ষার্থীদে পরিবারের মাঝে আমাদের এই সামান্য উপহারটুকু পৌঁছে দিব।
প্রতিবেদক : শিমুল হাছান, ১২ মে ২০২০