Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
ফাইল ছবি

ফরিদগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে বসত ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরী মাঈশা আক্তার (১৩)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

রবিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম পোয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মাঈশা আক্তার ওই বাড়ির মো. মোস্তফা ও জেসমিন আক্তার দম্পত্তির মেয়ে।

মাঈশার মা বলেন, আমি গৃহস্তলির কাজের জন্য ঘরের বাহিরে ছিলাম। কিছুক্ষণপর ঘরে এসে দেখি আমার মেয়ে আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরে আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, কিশোরীর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,২৩ মার্চ ২০২৫