চাঁদপুরের ফরিদগঞ্জে অভিনব কায়দায় ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ১২নং চরদুখিয়া ইউনিয়নের ফিরোজপুর বাজার সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার প্রবাসী মনছুর আহাম্মদ জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর তার বসত ঘরে ডাকাত দলের এক সদস্য লুুকিয়ে থাকে। পরে রাত গভীর হলে সে ঘরের দরজা খুলে দিলে ৭/৮ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা এবং ১০/১২ ভরি স্বর্ণলংকার নিয়ে যায়।
সংবাদ পেয়ে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনা সত্য। এটি অভিনব কায়দায় চুরি। চোরের দলের এক সদস্য সন্ধ্যায়ই ঘরের লুকিয়ে ছিল। ক্ষতিগ্রস্ত প্রবাসী অভিযোগ করলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করবো।
স্পেশাল করেসপন্ডেন্ট ||আপডেট: ০৪:০৩ পিএম, ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমএ/ এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur