ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর ফরিদগঞ্জে বালিথুবায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মাণকৃত ইমারত উচ্ছেদ করা হয়েছে।

১১ ডিসেম্বর শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নির্দেশে সার্ভেয়ার মোঃ কামরুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জামাল উদ্দিনের এর নেতৃত্ব শ্রমিকরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের প্রবাসী আবুল বাসার পাটওয়ারী বাজারের উত্তর পাশে ফরাজি বাড়ি-গাজী বাড়ি সড়কের পাশে সরকারি খাস জমি দখল করে ইমারত নির্মাণ করে আসছিল। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস থেকে কাজ বন্ধে একাধিকবার নির্দেশনা দিলেও তা বন্ধ না করায় শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নির্দেশে অবৈধ ইমারত উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়াম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি খাস জায়গায় নির্মিত অবৈধ ইমারতটি প্রশাসন ভেঙ্গে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।

উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি বলেন, নির্দেশ অমান্য করে সরকারি ভূমিতে ইমারত নির্মাণ করায় আমরা সরকারের ভূমি উদ্ধার করতে ইমারতটি ভেঙ্গে দিয়েছি।

প্রতিবেদক:শিমুল হাছান,১৩ ডিসেম্বর ২০২০

Share