চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টোরা মুন্সিরহাট নুরপুর গ্রামে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকসুদ আলম নামের এক প্রতিবন্ধী শিশু গুরুতর আহত হয়েছে।
শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
ঘটনারদিন প্রতক্ষদর্শীরা আহত শিশুকে উদ্ধার করে আড়াই”শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন।
শিশুর স্বজনরা জানান আহত শিশু মাকসুদুল আলম ওই এলাকার বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে। সে জন্মগত ভাবেই শারিরীক প্রতিবন্ধী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঝড় বৃষ্টিতে ওই এলাকার এক বাসিন্দা অন্য এক পরিবারের নেয়া বিদ্যুতের সাইড লাইনের সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে যায়।
সন্ধ্যার সময় প্রতিবন্ধী মাকসুদ রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা ওই বিদ্যুৎতের তারে হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শরীরের অধিকাংশ পুড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তবে কার অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা তারা বলতে পারেননি।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১: ২৩ পিএম, ৭ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur