Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধ

ফরিদগঞ্জে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির টপসয়েল কেটে পরিবহনের মাধ্যমে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিডি জসিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হলেও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। বিভিন্ন স্থানে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের মাধ্যমে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক ও জনপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনিক নজরদারি আরও জোরদার না হলে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে না। তারা জানান, এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, “কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা নজরে এলে নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রশাসনকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।”

অভিযান চলাকালে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
১১ জানুয়ারি ২০২৬