প্রত্যক্ষ ভোটে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২ জুন বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. রাসেল ৯১ ভোট পেয়ে প্রথম হন। মো. নাছির মিজি ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। মো. ফেরদাউছ ৭০ ভোট পেয়ে তৃতীয় হন। এ দিকে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন মো. আবুল হাছান।
উল্লেখ্য, বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকদের ভোটার সংখ্যা ২৬৫। তার মধ্যে ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক (সুপার ভাইজার) আবদুল্লাহ আল- মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল কালাম, এস.আই বরকত উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur