অতিরিক্ত দামে আদা বিক্রি করার অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সদর বাজারে ২৬ এপ্রিল রোববার সকালে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে চার ব্যবসায়ীর বিরুদ্ধে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নূর হোসেন রুবেলের নের্তৃত্বে থানার একদল পুলিশ ওই অভিযানে উপস্থিত ছিলেন ।
ফরিদগঞ্জ বাজারে বিশেষ করে আদা বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নিয়ে আদা বিক্রি করার খবর পেয়ে আজ সাব্বির স্টোরের দুই হাজার টাকা, কানু স্টোর দেড় হাজার টাকা, খোকন স্টোর দেড় হাজার ওমর জেনারেল স্টোর দেড় হাজার টাকা। অভিযানের আগে প্রতিকেজি আদা ৩শত টাকা বিক্রি করছিল। কিন্তু ওই অভিযানের পর আবার সেই আদাই কেজি প্রতি ২৭০ টাকা বিক্রি করতে থাকে।
এ নিয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো: নূর হোসেন রুবেল চাঁদপুর টাইমসকে বলেন, ‘অতিরিক্ত মূল্য নিয়ে আদা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ৩৮/৪০ ধারায় ফরিদগঞ্জ বাজারের ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
প্রতিবেদক : শিমুল হাছান, ২৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur