চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা সহ চালক নিখোঁজ হয়েছে। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সি এন জি চালক লতিফ খানের ছেলে ফয়েজ খান (১৮) অটোরিকশাসহ নিখোজ হওয়া দুই দিন পর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল বুধবার বিকালে অটোরিকশা নিয়ে ফরিদগঞ্জ যাওয়ার পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি, রাত ৮টার সময় সিএনজি চালক বাবা লতিফ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফরিদগঞ্জ ভাড়া নিয়ে আসছেন,রাত এগারোটা পর্যন্ত বাড়িতে ফিরে না যাওয়ায়, ফরিদগঞ্জসহ আশেপাশে এবং আত্বীয়সজনের বাড়িতে খোজ খবর নেওয়ার পর তাকে না পেয়ে, গত কাল ফরিদগঞ্জ থানায় সাধারণত ডায়েরী করা হয়। যার নং-(১৪৬৩)।
হারিয়ে যাওয়া অটোরিকশা ড্রাইভার ফয়েজ খান এর মামা মনির বেপারীর সাথে কথা হলে তিনি জানান গত রোববার থেকে তার কোন খোজ খবর না পেয়ে আমরা চিন্তায় আছি তার মা বাবা ছেলে হারানোর শোকে মুহ্যমান।
ফয়েজ খানের বাবা লতিফ খান বলেন,কোথায় যদি তার ছেলের খোজ পাওয়া যায় তাহলে -০১৯৫০৬০২৪১৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদকঃশিমুল হাছান,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur