চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক কিশোর দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে অবস্থিত ‘জিহাদ ফাতেমা স্টোর’ নামের একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুন লাগলে মুদি দোকানের মালিক জয়নাল আহমেদ দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভেতরে আটকা পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে সে গুরুতর দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিহাদ ফাতেমা স্টোরসহ পাশের আরও চারটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করে।
নিহত সাব্বির হোসেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সালদহ এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে জয়নালের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিল।
ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, সাহার বাজারের অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur