চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শকেজে বসতঘর পুড়ে ছাই। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদগঞ্জ বাজারের ভান্ডারি মহল সংলগ্ন আবুল কালাম ড্রাইভারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, দুপুরে আবুল কালাম ড্রাইভারের ঘরে আগুনের সূত্রপাত দেখা দেয়, মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ ফেব্রুয়ারি ২০২৫