চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রানী সম্পদ অফিস সংলগ্নে অগ্নিকাণ্ডে পাটওয়ারী পোল্ট্রি ফিড নামে এক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকান্ডে আকবর হোসেন পাটওয়ারীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় যথানিয়মে দোকান বন্ধ করে আলী আকবর পাটওয়ারী বাড়ি চলে যান। রাত আনুমানিক ১১ টার সময় পাটওয়ারী পোল্ট্রি ফিড ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ডাক চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারনা করা হচ্ছে যে,বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে এই আগুনের সুত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী আকবর পাটওয়ারী বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু সহ এলাকার লোকজন ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত আলী আকবর পাটওয়ারীকে শান্তনা দিতে দেখা যায়।
প্রতিবেদক:শিমুল হাছান,২৫ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur