চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি ঘর ভস্মীভূত হয়েছে। রোববার ১৭ মার্চ রাত পৌনে ১টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট মুন্সি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে দুটি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
ঘরের মালিক মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন জানান, রাত প্রায় পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং মসজিদের মাইকে আগুন লাগার বিষয়ে ঘোষণা দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডে আমার ৭-৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা গিয়েছি এবং ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে গ্যাস সিলেন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,১৭ মার্চ ২০২৫