চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট শার্কিটে একই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
২১ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা এলাকার নাগের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে মুহুর্তের মধ্যেই নাগের বাড়ির শাহাজান মিয়ার তিন ছেলে সোহেল, সুমন ও রবিউলের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন জন’ই সিএনজি অটো রিক্সা চালক।
অগ্নিকাণ্ডের সংবাদে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই তিনটি পরিবারের দীর্ঘ দিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ জানান, অগ্নিকান্ডের সংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগীয় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি অসহায় পরিবারের সব কিছুই শেষ হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সংবাদে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২২ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur