ফরিদগঞ্জের হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের রন মিজি বাড়ির যুবক হাসানুর রহমান হাসানের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াগাঁও ও মিরপুর গ্রাম থেকে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদগঞ্জ থানার সামনে এসে অবস্থান নেয়। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত হাসানের ভাই শরীফ হোসেন, বোন কুলছুমা বেগম ও মা পেয়ারা বেগম।

বক্তারা অভিযোগ করেন, প্রায় এক মাস পেরিয়ে গেলেও হাসানের হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। বরং তারা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এতে যে কোনো সময় হাসানের পরিবারের অন্য সদস্যরাও খুন হওয়ার আশঙ্কা করছেন তারা। বক্তারা আরও জানান, পুলিশ এ ঘটনায় মাত্র একজনকে আটক করেছে, কিন্তু আমাদের ধারণা মূল পরিকল্পনাকারীরা এখনো মুক্ত। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানাই।

উল্লেখ্য, গত ১১ জুলাই ২০২৫ বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারি বাগান থেকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানুর রহমান হাসান রন মিজি বাড়ির খোকন মিজির ছেলে এবং ১ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,৯ আগস্ট ২০২৫