চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্সে চুরির ঘটনায় দুই চোর ও চুরি হওয়া প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার বিক্রির টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃত চোররা হলো চাঁদপুর থেকে আটক খলিল মৃধা(৪০) ও রাজধানী টেলিভিশনের খুলনার ,ব্যুরো প্রধান সাবেক জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতা কামাল পারভেজ মিলন (৪৬)।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিপিএম বার।

এ সময় তিনি বলেন, ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” গত ১৫ অক্টোবর রাতে দোকানের সাটারের তালা ভেঙে দেকানে থাকা প্রায় ২৪.৯ ভরি স্বর্ণ ও ৩৫ ভরি রূপা এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
এরপর থেকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার, রকিবুল হাসান, এএসআই জুমায়েত হোসেন জুয়েল, শাকিল হাছানসহ পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে খুলনায় প্রায় তিনদিন অভিযান পরিচালনা করে বুধবার (২৯ অক্টোবর২০২৫) রাতে শীর্ষ চোর কামাল পারভেজ মিলন(৪৬) কে চোরাইকৃত ৭ ভরি ১ আনা ২ রর্তি স্বর্ণ, ২ টি মোবাইল ও চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করে। তার তথ্য মতে চাঁদপুরের চাঁদপুরের শেখের হাট কলনি থেকে অপর চোর খলিল মৃধা(৪০)কে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ৫ লক্ষ টাকা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামাল পারভেজ মিলন (৪৬)সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজারি ইউনিয়নের পিরোজপুর এলাকার ইসমাইল সর্দার প্রকাশ আলী হোসেনের ছেলে। সে ওই এলাকার জামায়াত ইসলামী নেতা সহিদুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ভাই। মিলন খুলনা সদর এলাকার নিরালা রোড নং ১৭ বাসার সাহেব লস পাড়ার তরিকুল ইসলাম বাড়ির ৩ -সিতে বাড়া থাকতো। এছাড়া মিলন আইপি টেলিভিশন রাজধানী টিভির খুলনার ব্যুরো চীফ বলে সে জানায়। সে ২০১৬ সালে সাতক্ষীরা জেলার ৮নং খাজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও হাইকোর্ট ওই নির্বাচন স্থগিত করে দেয় পরবর্তীতে।
অপর আসামি মোঃ খলিল মৃধা পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি এলাকার নেছার উদ্দিন মৃধার ছেলে। সে বর্তমানে চাঁদপুর সদর উপজেলার এনায়েতনগর শেখের হাট (আশ্রয় বাড়ি)। সে খুলনা ও সাতক্ষীরা থেকে চিংড়ি ও কোরাল মাছ ক্রয় করে চাঁদপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করতো এবং চোরদের তথ্য দিত। কোথায় কি আছে। কিভাবে চুরি করা যায়। এরই সূত্র ধরে খলিল ও মিলন ফরিদগঞ্জ একাধিক বার এসে চুরির কারার পরিকল্পনা নেয়।
তারা সর্বশেষ ১৫ অক্টোবর সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজারে এসে প্রথমে দাশ বাড়ির সামনের চায়ের দোকানে বসে থাকে। এরপর মা জুয়েলার্সের দোকানের পশ্চিম পাশের ভবনের ভেতরে একটি চায়ের দোকানে বসে চা খায়। তার ৯ নাগাদ চায়ের দোকানে গলি দিয়ে ভেতরে ঢুকে পেছনের বাগানে বসে থাকে। এরপর রাত ১২ টা নাগাদ মা জুয়েলার্সে দোকানের গলির পেছনের গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা রাত ১২টা থেকে প্রায় ৫ টা পর্যন্ত দোকানেই থাকে। এরপর সকালে পাটওয়ারী বাড়ির বাগান দিয়ে বের হয়ে চলে যায়।
প্রেস ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, ওসি( তদন্ত) রাজিব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: কথিত সাংবাদিক কামাল পারভেজ মিলনকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি পাসপোর্ট ও আই টিভি রাজধানী টেলিভিশনের দুইটি কার্ড ও উদ্ধার করে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur