ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের সাংবাদিক প্রিন্স কামালের অকাল মৃত্যুতে শোক

চাঁদপুর ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা মো.রহিত-উল ইসলাম ওরপে প্রিন্স কামাল (৪০) শনিবার (১ জুলাই ) দুপুর ২.৩০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিলাহি… রাজিউন)।

হাসপাতাল সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন।

শনিবার রাত ৮.৩০ মিনিটে ভাঁটিরগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । পরে তাকে গ্রামের বাড়িতে বাবার কবরের কাছে দাফন করা হয়।

জানাজার নামাজে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিবিদসহ সর্বস্তরের হাজারো জনগন অংশগ্রহণ করে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত সাংবাদিক প্রিন্স কামালাকে অশ্রুসিক্ত চোখে সহকর্মীরা বিদায় জানায়। তার জানাজার নামাজে মানুষের ঢল নামে।
তাঁর অকাল মৃত্যুতে ফরিদগঞ্জের সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষক সমাজসহ সর্বস্তরের জনগনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর অকাল মৃত্যুতে সোমবার (৩ জুলাই) পর্যন্ত ফরিদগঞ্জের সাংবাদিকগণ বুকে কালো ব্যাজ ধারণ করবে। মরহুমের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানোর জন্যে প্রেসক্লাব নেতৃবৃন্দ ৩ দিনের শোক ঘোষণা করেন।

সাংবাদিক এনেতার মৃত্যুর খবর শুনে ফরিদগঞ্জের এমপি ড. শামছুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা সহ সরকার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা বিএম’র সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক, সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা কিন্ডরা গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মকবুল আহম্মেদ, আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি মো. মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব আলম, সাবেক সভাপতি খাজে আহম্মদ, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামরুল হাসান সউদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মিটু, কাউন্সিলর মজিবুর রহমান, আব্দুল মান্নান পরান, মো. জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

প্রিন্স কামালের মৃত্যুতে প্রেসক্লাব ফরিদগঞ্জের সকল সাংবাদিরা হতবিহ্বল, শোকাচ্ছন্ন। হঠাৎ করেই সহকর্মীকে হারিয়ে সবাই দিশেহারা। প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এদিকে তাঁর অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মো. মোতাহার হোসেন পাটওয়ারীও, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ এমএহান্নান, পৌর সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

এদিকে সাংবাদিক পিন্স কামালের অকাল মৃত্যুতে গবির শোক জানিয়েছেন, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৫:৪০ পিএম,২৮ জুন ২০১৭, বুধবার

Share