ফরিদগঞ্জের সাংবাদিক টিপু পাঠানের ভাই মৃত্যু, দাফন সম্পন্ন

ফরিদগঞ্জের সাংবাদিক আলী হায়দার পাঠান টিপুর মেজ ভাই ইন্জিনিয়ার নূরনবী পাঠান(৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম নূরনবী পাঠান উপজেলার পৌর এলাকার পাঠান বাড়ির মৃত ইয়াসিন পাঠানের মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকা স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলীর চাকরি করতেন।

সোমবার সকালে মরহুম নূরনবী পাঠানের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু সকলের কাছে উনার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ২৪ ডিসেম্বর ২০২৪

Share