ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের শোল্লায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সন্তোশ কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মহসিন হোসেন।

শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু রবিশ্বর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এবং মো. মোস্তফা কামাল সবুজের পরিচালনায় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আলহাজ্ব আবু জাফর মো. খসরু মোল্লা।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. জাকির হোসেনসহ আরো উপস্থিত ছিলেন বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান মো. সুলতান আহমেদ, সহকারী উপদেষ্টা ডা. হারুনুর রশিদ, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী দিনে খেলায় বালিথুবা বঙ্গবন্ধু ক্লাব ৩-১ গোলে গল্লাক ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা উপভোগ করতে স্থানীয় এবং দূর দুরান্ত থেকে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হন।

প্রসঙ্গত, টুর্নামেন্টে উপজেলার ১৪টি দল অংশগ্রহণ করে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় ফরিদগঞ্জ পৌর ফুটবল একাদশ বনাম ভাওয়াল ফুটবল একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

About The Author

প্রতিবেদক- এবি সিদ্দিক, ফরিদগঞ্জ উত্তর করেসপন্ডেন্ট
Share