ফরিদগঞ্জের তিন জুলাই শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদগঞ্জের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় শ্রদ্ধা জানানো কর্মসূচি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল শহিদ আব্দুল কাদির মানিক, শহিদ শাহাদাত হোসেন ও শহিদ আমির হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শহিদ আব্দুল কাদির মানিকের কবর ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামে, শহিদ শাহাদাত হোসেনের কবর একই ইউনিয়নের বালিথুবা গ্রামে এবং শহিদ আমির হোসেনের কবর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়াগাঁও গ্রামে অবস্থিত।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ বিন ফারুক ভূঁইয়া এবং ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সাইফুল ইসলাম প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: শিমুল হাছান/ ৬ আগস্ট ২০২৫