ফরিদঞ্জের রূপসা বাজারে টোল আদায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জানা যায় চলতি ১৪২৪ বঙ্গাব্দে সরকারিভাবে টোল আদায়ের জন্যে ২৭ লাখ টাকা ধার্য করা হয়। বর্তমানে সুমন পাটওয়ারী বাজার ইজারাদার ।
ক্ষুদ্র ব্যবসায়ীরা এ প্রতিনিধিকে জানায়,অন্যান্য বছরের তুলনায় এবছর টোল আদায়ের পরিমাণ দ্বিগুণ হারে আদায় করা হচ্ছে। কিন্তু টোল আদায়ের কোনো রশিদ দেয়া হচ্ছে না। শুধু মাত্র বিভিন্ন কোম্পানীর গাড়ি মাল ডেলিভারি দিতে আসলে তাদেরকেই রশিদ দেয়া হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জাহাঙ্গীর,কনু ব্যাপারী,সাদেক ও রুমু জানায়,নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ টোল বর্তমান বছরে আদায় করা হচ্ছে। টোল আদায়াকারীর কথা মতো টোল না দিলে গাল মন্দ,হুমকি ধমকি শুনতে হচ্ছে ।
বাজার ঘুরে দেখা যায়,সরকারি নিয়ম অনুযায়ী বাজারের বিভিন্ন উম্মুক্ত স্থানে টোল আদায়ের সরকার নির্ধারিত চার্ট টাঙ্গানোর কথা থাকলেও ৩ মাস অতিবাহিত হওয়ার পরও চার্ট টাঙ্গানো হয়নি।
এসব বিষয়ে বাজার ইজারাদার সুমন পাটওয়ারীকে প্রশ্ন করলে তিনি বলেন,‘বাজারের টোল নিয়মের ভেতরেই নেয়া হচ্ছে। আমি অনিয়মের কিছুই দেখছি না। রূপসা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক এসব অনিয়মের কথা জানালে তিনি বলেন,‘আমি টি.এন.ও স্যার বিষয়টি জানাবো।’
তহশীলদার আবু তাহের এসব অনিয়মের ব্যাপারে বলেন,‘বাজার ইজারাদার বিষয়টি উপজেলা থেকে মনিটরিং করা হয়। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
রূপসা বাজারে টোল আদায়ে অনিয়মের কথা উপজেলা নির্বাহী অফিসার ডা.শহিদ উদ্দিন চৌধুরী বলেন,‘আমি তহশীলদারের মাধ্যমে বিষয়টি দেখব।’
করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৮:১৫ পিএম, ১০ জুলাই ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur