Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের রূপসা উত্তরে যুবদলের কর্মী সম্মেলন
রূপসা

ফরিদগঞ্জের রূপসা উত্তরে যুবদলের কর্মী সম্মেলন

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, বিগত দিনে যারা প্রকৃত পক্ষে জাতীয়তাবাদীদলকে ভালোবেসে ত্যাগ শ্রম দিয়েছেন তারাই যুবদলে ঠাই পাবেন। কোন ভাবেই ফ্যাসিবাদী সরকারের সাথে আঁতাত করে চলেছেন তারা যুবদলে আসার বৃথা চেষ্টা করবেন না। আপনার ইতিমধ্যে জেনেছেন আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের কান্ডারি তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমারা কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নির্দেশ কোন ভাবেই দলের ভেতরে যেন ফ্যাসিস্টরা স্থান না পায়।

১৮ এপ্রিল শুক্রবার বিকেলে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল স্লোগানের মধ্যদিয়ে দলে দলে এসে জড়ো হয়। পরে অতিথিদের বরণ করে নেয় অনুষ্ঠানের আয়োজকরা। ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসলাম হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাছান মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এমরান হোসেন।

এসময় বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, বিএনপির দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে কঠোর অবস্থানে ছিল। বিএনপির দুঃসময়ে নির্যাতিত নিপীড়িত নেতাকর্র্মীদের দিয়ে যুবদলকে ঢেলে সাজাতে হবে। রাজনীতি করতে হলে জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ বুকে ধারণ করে চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সন্ত্রাস,চাঁদাবাজে বিশ্বাস করে না। যারা দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে যানেন না, তাদের এই জাতীয়তাবাদী দলে থাকার কোন অধিকার নেই। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জে বিএনপির অভিভাবক আলহাজ্ব এমএ হান্নান। আমরা সবাই আলহাজ¦ এমএ হান্নান চৌধুরীর তথা বিএনপির হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য নফর আলী মুন্সী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন গাজী, সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ ১- ৯ নং ওয়ার্ড থেকে আগত বিএনপির সমর্থিত নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ এপ্রিল ২০২৫