ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের রাস্তা-ঘাট দ্রুত সংস্কার করা হবে : এমপি শফিকুর রহমান

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নব-নির্বাচিত এমপি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বলবো জাতির পিতার জন্মশত বার্ষিকীর পূর্বেই ফরিদগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।কিন্তু ফরিদগঞ্জের রাস্তা-ঘাট এখেনো জরাজীর্ণ। আমি প্রশাসনের সাথে প্রথমে বসেও বলেছি উপজেলার শ্রীকালিয়া থেকে বাসারা হয়ে গল্লাক,বৈচাতরী,তেলিসাইর পনিসাইর বেড়ির বাইরের অঞ্চলটির রাস্তা-ঘাটের বেহালদশা বিরাজ করছে। অতিদ্রুত এ সকল রাস্তা-ঘাটের সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করতে হবে। আমি পার্লামেন্টে প্রস্তাব দিয়েছি ফরিদগঞ্জ উপজেলা সদরের সাথে সরাসরি যেনো প্রতিটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা ভালো থেকে যার যুগপোযোগী ব্যবস্থা নেয়া হয়।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনোত্তর বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত এমপি মুহম্মদ শফিকুর রহমান এ সকল কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা কোনোভাবে আমাদের সমাজকে মাদকাসক্ত হতে দেবো না। আমরা দুর্নীতিকে প্রতিরোধ করবো। দেশের অগ্রগতিকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো। অতীতে অনেক রূপকার এসেছিলো এ দেশে। রূপকারের ঠেলায় রাস্তাঘাট সব জরাজীর্ণ হয়ে গেছে। আল্লাহরস্তে বলি আমাকে কেউ রূপকার বলবেন না, রূপকার ভাববেন না।’

জামাত-শিবির সর্ম্পকে তিনি বলেন, ‘আমাদের গ্রামগঞ্জে জামাত-শিবির জঙ্গিদের জন্মদেয়। জামাত-শিবিরের লোকজন এখানে এ স্কুল, ওখানে ওই স্কুল করছে। আর রাতের বেলায় জামাত শিবির সেখানে জঙ্গিদের ট্রেনিং দেয়। বহু আগে আমি এ রকম তিনটি আস্তানা চাঁদপুরের এসপি সাহেবকে দিয়ে ভেঙ্গে দিয়েছি। আপনারা কখনো যদি আপনাদের আশে-পাশে এরকম আস্তানার খবর পান তাহলে বিষয়টি দয়া করে ওসি সাহেবকে জানাবেন। আমাদের দেশটাকে জঙ্গিবাদের দেশ হতে দেবো না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.হারুনুর রশিদ সাগর,ধমর্ বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটার,ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় কিমিটির সদস্য মহিউদ্দিন খোকা, আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.কামরুল হাসান সাউদ,ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্ল্যাহ তপাদার।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মুজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক ও ইউপি সদস্য মো.জসিম উদ্দিন মিজির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আ’লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম,কামাল হোসেন, শিক্ষক হুমায়ুন তালুকদার, মোস্তফা তালুকদার, বাসসের চাঁদপুর প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল,সাবেক ছাত্রলীগ নেতা মো.আরিফ হোসেন,মো.সবুজ,শাহজালাল সুইট,আব্দুল আজিজ ও সাদ্দম হোসেন প্রমুখ।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
১৭ জানুয়ারি , ২০১৯

Share