ফরিদগঞ্জের রাজনীতিকে ঐক্যবদ্ধ রাখতে দল আমাকে দায়িত্ব দিয়েছে: এম এ হান্নান

জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ হয়। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।

আলহাজ্ব এম এ হান্নান বলেন, “আগামীর বাংলাদেশ মানেই তারেক রহমান ঘোষিত ৩১ দফা। অন্য যে যত দফাই ঘোষণা করুক না কেন, বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুত। গত তিনটি নির্বাচনে তরুণ সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই তরুণদের উদ্বুদ্ধ করতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। আমরা তাঁর আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। ফরিদগঞ্জের রাজনীতিকে ঐক্যবদ্ধ রাখতে দল আমাকে দায়িত্ব দিয়েছে। বিভক্তি নয়, আমরা একই ব্যানারে রাজনীতি করতে চাই। আসন্ন নির্বাচনে যাকে দল মনোনয়ন দিক না কেন, আমরা ব্যক্তির জন্য নয়, বিএনপির জন্যই তাঁকে বিজয়ী করব। কেউ বিভক্তি সৃষ্টির চেষ্টা করলে নেতা-কর্মীরা তার দাঁতভাঙা জবাব দেবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটোয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী।

এছাড়া বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, সদস্য সচিব সবুর পাটোয়ারী রুবেল, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ আগস্ট ২০২৫