ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় গণমিছিলে প্রায় ৫-৭ হাজার লোক উপস্থিত ছিল।
পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল বাশার মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন এবং এম এ হান্নানের পুত্র আব্দুল্লাহ ইবনে হান্নান।
বক্তারা বলেন, “দল ভুল করতে পারে, কিন্তু ফরিদগঞ্জের মানুষ কখনো ভুল করবে না। আজকের প্রচারণার প্রথম দিনের গণমিছিলই তার প্রমাণ। হান্নান সাহেবের জন্য মানুষকে ডেকে আনতে হয় না—মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাঁর পাশে দাঁড়ায়। এ গণমিছিল তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।”
তাঁরা আরও বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলাম দলীয় নেতৃত্ব মনোনয়নের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা কখনোই বিএনপির বিপক্ষে নই। কিন্তু দল যখন ভুল সিদ্ধান্ত নেয়, তখন আমাদেরও সিদ্ধান্ত নিতে হয়। আজ থেকে আর পিছনে তাকানোর সময় নেই। এখন শুরু হলো ভোটের লড়াই।”
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকের পক্ষেই ফরিদগঞ্জের গণরায় প্রতিফলিত হবে। যত বহিষ্কারই করা হোক, আমরা সেসবের দিকে তাকাই না—আমরা তাকাই জনগণের রায়ের দিকে।”
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur