ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি হাসান আলী (৭০) আর বেঁচে নেই। তিনি বুধবার (২২ জানুয়ারি) রাত ১২ টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজ মালিকানাধীন ঝর্ণা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হার্টসহ নানা রোগে ভুগছিলেন। জীবদ্দশায় তিনি ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক গণকন্ঠ ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। পরবর্তিতে তিনি নিজেই ফরিদগঞ্জ কণ্ঠ নামে সাপ্তাহিক একটি প্রিন্ট পত্রিকা প্রকাশক হিসেবে কাজ শুরু করেন। এছাড়াও তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বাজারে ঝর্ণা হাসপাতাল নামের একটি প্রাইভেট চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা করে আসছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় কাছিয়াড়া মেহের আলী পাটওয়ারী বাড়িতে মরহুমের প্রথম জানাজা, বাদ জোহর আলিয়া কামিল মাদ্রাসার মাঠে রাষ্ট্রীয় সালাম ও ২য় জানাজা এবং চরহোগলা গ্রামে নিজ বাড়িতে বিকেলে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur