উপজেলা সংবাদ

ফরিদগঞ্জের ধানুয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎Monday, ‎August ‎03, ‎2015 01:45:58 AM
চাঁদপুর টাইমস, ফরিদগঞ্জ:

ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় বাথরুমে রক্ষিত বালতির পানিতে পড়ে ঝুমু নামে দু’ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

১ আগস্ট শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধানুয়া পোদ্দার বাড়ির ব্যবসায়ী শহিদ গাজীর দু’ বছরের শিশু সন্তান ঝুমু বিকালে বাথরুমে রক্ষিত বালতির পানি নিয়ে খেলা করতে গিয়ে বালতি মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে বালতির মধ্যে মাথা গুজা অবস্থায় থাকতে দেখে।

দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
‘চাঁদপুর টাইমস’ –এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।

Share