Home / উপজেলা সংবাদ / হাইমচর / ফরিদগঞ্জের ডাকাতি মামলার আসামী হাইমচরে আটক

ফরিদগঞ্জের ডাকাতি মামলার আসামী হাইমচরে আটক

চাঁদপুরের হাইমচরে ফরিদগঞ্জ থানার ডাকাতি মামলার এক আসামী আটক ও মালামাল জব্দ করা হযেছে।

সোমবার (১২ জুন) রাতে হাইমচর উপজেলার গন্ডামার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকদের সহায়তায় তাজল মাঝি নামক ডাকাত সদস্য কে আটক করেন হাইমচর থানার এসআই সফর উদ্দিনসহ সঙ্গী ফোর্স।

থানা সুত্রে জানাযায় ডাকাত সদস্য তাজল মাঝি গন্ডামার এলাকায় অবস্থান করলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে থানা পুলিশকে অবগত করে ।

এ সময় তার সাথে থাকা মোবাইলসহ কিছু মালামাল জব্দ করা হয়। আটককৃত তাজল মাঝির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। যার মামলা নং ১০।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সম ১১: ৫৫ পিএম, ১৩ জুন ২০১৭, মোঙ্গলবার
ডিএইচ

Leave a Reply