ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের ইউএনও করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু

ফরিদগঞ্জে করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্নকারী ফ্রন্টলাইনারদের মধ্যে সর্বপ্রথম এই ভ্যাকসিন দেয়া হয়।

৭ ফেব্রুয়ারি রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরী নিজে ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে এই কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.আশ্রাফ হোসেন চৌধুরী ও মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম সহ হাসপাতালের ১০-১২ জন ভ্যাকসিন গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় ইউএনও শিউলি হরী বলেন, এই ভ্যাকসিন অন্যসব টিকার চাইতেও সহজ বলে প্রতীয়মান হয়েছে। সুতরাং আতঙ্কিত না হয়ে সবাইকে এই ভ্যাকসিন গ্রহণের আহবান জানান তিনি।

প্রতিবেদক:শিমুল হাছান,৭ ফেব্রুয়ারি ২০২১

Share