ফরিদগঞ্জ

বন্ধুদের সাথে ইলিশ খেতে গিয়ে লাশ হয়ে ফিরলো ফরিদগঞ্জের আসিফ

বন্ধুদের সাথে চাঁদপুর থেকে স্বাদের ইলিশ খেয়ে বাড়ি ফেরা হলো না ফরিদগঞ্জের তরুণ মো. আসিফের। পথে মোটরসাইকেল উল্টে প্রাণ হারালেন তরুণ এই ব্যবসায়ী। ১৬ জুলাই বৃহস্পতিবার জেলার ফরিদগঞ্জের আইলের রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আসিফ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ওই এলাকার কালিরবাজারের একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী ছিলেন তিনি।

জানা গেছে, আজ তিন মোটরসাইকেলযোগে ৬ বন্ধু মিলে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাটে তাজা ইলিশ ভাজা খেতে যান। খাওয়া শেষে কালিরবাজারে ফিরছিলেন তারা। পথিমধ্যে আইলের রাস্তা এলাকায় পৌঁছালে মো. আসিফের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো. আসিফ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, তিনিও তিনটি মোটরসাইকেলের একটিতে ছিলেন। দ্রুত গতির মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে তা নিয়ন্ত্রণ করতে পারেনি মো. আসিফ। ফলে তা উল্টে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে শরীরের বিভিন্নস্থানে মারাত্মক আঘাতে মো. আসিফের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে মো. আসিফ কালিরবাজারে একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী ছিলেন তিনি। তার বাবা মাত্র কয়েক মাস আগে বিদেশ থেকে ফিরে ছেলেকে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে দিয়েছিলেন।

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা ইসমাইল হোসেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দুর্ঘটনার পর হাসপাতাল থেকে বাড়িতে মো. আসিফের লাশ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে রাতেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৬ জুলাই ২০২০

Share