Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা

ফরিদগঞ্জের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আষ্টা মধ্যবাজারে আয়োজিত এ সভায় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং শাহিন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক ও গুপ্টি পূর্ব ইউনিয়নের বিট অফিসার হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার এএসআই শামছুল আলম। এছাড়া বক্তব্য দেন বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি ওয়াসিম ও কোষাধ্যক্ষ মাসুদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং সেবা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভার আয়োজন করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, শুধু পুলিশের পক্ষে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। শীতকাল এলেই চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা বেড়ে যায়। তাই যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত পুলিশকে জানাতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কার্যকরভাবে সম্ভব নয়।

সভায় বাজার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ ডিসেম্বর ২০২৫