ফরিদগঞ্জে বাজারের ব্যাস্ততম সড়কে বাসস্ট্যান্ড লিংক রোডের অবস্থিত আলখামিজে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা শঙ্কিত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে দোকানের সাটারের তালে ও ক্যামেরা ভেঙে দোকান প্রবেশ করে চোর।
আলখামিজ স্টোরের মালিক জানান, রাত প্রায় ১ টা নাগাদ দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে এসে দেখি দোকানের সাটারের তালা ভাঙা। দোকানে প্রবেশ করে দেখি ক্যাসবক্স ভাঙ্গা এবং দোকানের ভিতরে এলোমেলো। তিনি আরো বলেন, চোর দোকানের বাহিরে থাকা দুটি সিসি ক্যামেরা নিয়ে যায়। জনগুরুত্বপূর্ণ সড়কের পাশেই আমার দোকান। এই স্থানে চুরি ঘটনা আমি মেনে নিতে পারছি না। আমার দোকানের পাশেই প্রায় সময় নাইট গার্ড থাকে। তারপরও আমার দোকানে চুরির ঘটনাটি রহস্যজনক। কতো টাকা চোরের দল নিয়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, আমি দোকানে তেমন টাকা রাখি না। দোকানে ভাঙ্গতি ৪ থেকে ৫ হাজার টাকা ছিল। এই টাকাই নিয়েছে।
চুরির ঘটনায় বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার পাঠান টিপু বলেন, চুরির খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। জনগুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। চুরি রোধে প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরির বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফরিদগঞ্জ বাজারের আলখামিজ জেনারেল স্টোরে চুরির ঘটনা আমি আপনার কাছ থেকেই শুনেছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur