ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফরিদগঞ্জে দোসররা এখনো সক্রিয় : এম এ হান্নান
প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে মিছিল ও আলোচনা সভায় অংশ নিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কালিরবাজার চৌরাস্তা এলাকায় মিছিল শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফরিদগঞ্জে তাদের দোসররা এখনো সক্রিয়। ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করার চেষ্টা চলছে—যার মাধ্যমে প্রশাসন ফ্যাসিবাদী ফায়দা লুটছে। কিন্তু জনগণ জানে, আমার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে।”
তিনি বলেন, “আজকের সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে—এখনো বিএনপির শক্ত ভিত রয়েছে। তবুও আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসনের লোকজনকে হুঁশিয়ার করে দিচ্ছি—আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারে, বিএনপিই ক্ষমতায় আসবে। তখন ফরিদগঞ্জের ফ্যাসিবাদী দোসরদের জবাবদিহির মুখে পড়তে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। বিএনপিকে নিয়ে খেলাধুলা বন্ধ করুন। বিএনপি কোনো ভুঁইফোঁড় দল নয়।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমউছ সেলিম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দলের সভাপতি ও পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস ও মজিবুর রহমান দুলাল।
এছাড়া উপস্থিত ছিলেন,সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, মহসিন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক ছবুর পাটোয়ারী রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল, পৌর শ্রমিকদলের পিংকু কাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাসহ হাজার হাজার নেতাকর্মী।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ আগস্ট ২০২৫