বিএনএম’র মহাসচিব ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ্য সদস্য পদপ্রার্থী ড.মোহাম্মদ শাহজাহান বলেছেন, সুখী সমৃদ্ধশালীদেশ গড়তে হলে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলেই তা সম্ভব। অবাধ ও সুস্থ নির্বাচন হলে দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া বিএনএম সারাদেশে ৮০ আসনে জয়ী হবো বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় মতবিনিয় সভায় তিনি আরো বলেন, সারা জীবন আমি সততা ও নিষ্ঠার সাথে দেশের রাজনীতির পাশাপাশি মানবাধিকার সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখেছি। ফরিদগঞ্জবাসী যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে তাদের প্রাথর্ী বেচে নিবে।
মতবিনিময় সভায় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল হক টিপু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রকৌশলী মির্জা সালাউদ্দিন, ডাক্তার রাফি মোস্তাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur