চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ভোটের অধিকার হারানো সেই মানুষদের সামনে এবার সুষম উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি হতে পারে ভোটাধিকার ফিরে পাওয়ার দিন। আমি আশাবাদী, অতীতের সকল গ্লানি মুছে দিয়ে মানুষ দলমত নির্বিশেষে ভোটকেন্দ্রে যাবে। আবারও ফিরে আসবে চিরচেনা সেই উৎসবমুখর ভোটের মাঠের দৃশ্য।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ফরিদগঞ্জ পৌর এলাকায় গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, ভোটের ক্ষেত্রে মানুষের আস্থা ও বিশ্বাসের একমাত্র জায়গা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে ব্যক্তিগত স্বার্থের গণ্ডি পেরিয়ে ফরিদগঞ্জবাসী অতীতের মতো আবারও ধানের শীষের বিজয়ের সঙ্গী হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানি, এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি সর্বস্তরের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur