বিজয়ের মাসেই ফরিদগঞ্জবাসীর কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের মধ্যে দিয়ে উপজেলার প্রায় ৬ লাখ লোকের ৫০ বছরের লালিত স্বপ্ন পূরন হতে যাচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের প্রায় ৬ লাখ লোকের প্রানের দাবি ছিল এখানে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা। অবশেষে বিজয়ের এই চলতি মাসেই ফরিদগঞ্জের ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের কাজ সম্পন্ন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বিজয়ের মাসেই যেন ফায়ার সার্ভিস ষ্টেশন ভবনের নির্মাণ কাজ হস্তান্তরের আশায় চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্ভোধন করার আনন্দঘন মুহুর্তের প্রতিক্ষার প্রহর গুনছে ফরিদগঞ্জের প্রায় ৬ লাখ জনসাধারণ।

২১ ডিসেম্বর সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর নামক স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশন ভবনের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনটিতে এখন টাইল্স, বিদ্যুৎসংযোগ ও দেয়ালে রং লাগানোর কাজ চলছে দ্রুত গতিতে। প্রতিদিনই প্রায় ৩৫/৪০জন শ্রমিক ভবনটি সাজানোর কাজ নিয়ে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন। ভবনটির প্রায় ৯০ভাগ কাজই ্ইতিমধ্যে শেষ হয়েছে বলে ঠিকাদার পারভেজ করিম বাবু দাবী করছেন।

এলাকাবাসী জানায়, ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশন করার জন্য বিভিন ্নপ্রতিবন্ধকতার কারনে দীর্ঘ বছর জায়গা খূঁজে পাওয়া যাচ্ছিল না। এখানে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রায়শই অগ্নিকান্ডে ইতিপূর্বে প্রানহানীসহ দোকানঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘ বছর যাবৎ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এখানে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করেছিল।

এক পর্যায়ে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়েকের পাশে পৌরসভার ভাটিয়ালপুর এলাকায় ২০১৯সালে ৩৯ শতাংশ জায়গা সরকারিভাবে অধিগ্রহন করা হয় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য। জায়গা নির্ধারনের পর সরকার এখানে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। ফরিদগঞ্জের বর্তমান সাংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুহাম্মদ শফিকুর রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের ঠিকাদারের কাজের শুভ উদ্ভোধন করেছিলেন।

এখানে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার বারিধারার টেকবে ইন্টারন্যাশানাল নামেরএকটি সংস্থা ঠিকাদারী কাজ পায়। নির্মান কাজের ঠিকাদার চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু বলেন, সবার সহযোগিতায় ওই ফায়ার সার্ভিস ষ্টেশন ভবনের কাজ ইতিমধ্যে প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। আশা করছি চলতি বিজয়ের মাসেই এ ভবনটি হস্তান্তর করার পর তা আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ফায়ার সার্ভিস ষ্টেশন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্বে থাকা চাঁদপুর জেলা গনপূর্ত বিভাগের প্রকৌশলী আলীনূর বলেন, ৯০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করছি চলতি বিজয়ের মাসেই ফায়ার সার্ভিসের নুতন ভবন হস্তান্তর করা সম্ভব হবে। ভবনের নির্মান কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য এলাকার এমপি মহোদয়ের নির্দেশনাও রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২২ ডিসেম্বর ২০২১

Share