ফরিদগঞ্জকে ১-০ হারিয়ে ফাইনালে কচুয়া

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার (২ জুন) বিকেলে প্রথম সেমিফাইনাল খেলায় ফাইনালে উঠেছে কচুয়া উপজেলা দল।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে কচুয়া উপজেলা ১-০ গোলে ফরিদগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়।

ফরিদগঞ্জ উপজেলা দলের পক্ষে মূলবান একটি গোল করে ফাইনালে নিয়েযান সোহেল।

খেলা শুরুর প্রথমার্ধের উভয় দলের খেলোয়াড়রা হাড্ডাহাড্ডি লড়াই করেও দু’দলের কেউ গোল করতে সক্ষম হয়নি। তুলনামূলকভাবে উভয় দলই ভালো খেলেছ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার সাথে সাথে দুই দলের খেলোয়াররা গোল করতে মরিয়া হয়ে উঠে। খেলায় ফরিদগঞ্জ কয়েকবার যুযোগ পেয়েও গোল করতে পারেনি কোন খেলোয়াড়। শেষে খেলার ৫১ মিনিটে মাথায় ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় দর্শনীয় গোল করে কচুয়া উপজেলাকে ১-০ তে এগিয়ে রাখে।

এর পরই আক্রমণ করতে শুরু করে ফরিদগঞ্জ উপজেলা দল। খেলার শেষ মুহূর্তে যখন তাদের কাছে, সে সময়ই সব খেলোয়াড় মাঠে হতাশা নিয়ে খেলতে থাকে। খেলা শেষ হওয়ার প্রায় ৩ থেকে ৪ মিনিটের মাথায় তিনবার সুযোগ পেয়েও গোল হাতছাড়া করলো ফরিদগঞ্জ দল। শেষার্ধে রেফারীর বাঁশি ফাইনালের জয়ে মাতোহারা কচুয়া উপজেলা দল। আজকের (শুক্রবার) সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে সদর উপজেলা বনাম হাইমচর উপজেলা ফুটবল দল।

শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share