Home / সারাদেশ / এসএসসি ২০২৬ এর ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
Education mawshi

এসএসসি ২০২৬ এর ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

২০২৬ শিক্ষা বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর এবং বিলম্ব ফি ব্যতীত ১১ জানুয়ারি ২০২৬। ফরম পূরণ শুরু করতে এর একদিন আগে ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোকে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে বলছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৭ নভেম্বর ১১ ডিসেম্বর পর্যন্ত এসএসসির নির্বাচনি পরীক্ষা শেষ আর ফল প্রকাশ ৩০ ডিসেম্বরের মধ্যে করতে হবে।

আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ৩১ ডিসেম্বর থেকে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের এসএসসির ফরম পূরণ শুরু হবে।

অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও একই চিঠি পাঠাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। পরীক্ষার ফরম পুরণের মোট ফি-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সব মিলে ১৯২০.০০ + কেন্দ্র ফি ৫১৫.০০ = মোট ২,৪৩৫.০০। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সব মিলে ১৮৩০.০০ + কেন্দ্র ফি ৪৮৫.০০ = মোট ২,৩১৫.০০ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের সব মিলে ১৮৩০.০০ + কেন্দ্র ফি ৪৮৫.০০= মোট ২,৩১৫.০০।

এসব টাকার সাথে প্রতি বিষয়,মূল সনদপত্র,একাডেমিক ট্রান্সক্রিফট ফি,ব্যবহারিক ফি,স্কাউট ফি প্রভৃতি ফি সংযুক্ত করেই এ ফি নির্ধারণ করা হয়েছে বলে বোর্ডে নিদিষ্ট প্রতিষ্ঠানে প্রেরিত পত্রে উল্লেখ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় প্রথমে ১৬ অক্টোবর-৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। পরে ১৮ ফেব্রুয়ারি শিক্ষাপঞ্জির ওই অংশ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী ২৭ নভেম্বর-১১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

আবদুল গনি
২৮ ডি সে ম্ব র ২০২৫
এ জি